উত্তর দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ধর্মীয় স্থানে মাংসের টুকরো ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা
সৌভিক সরকার, নিউজ অনলাইন: উত্তর দমদম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের একটি ধর্মীয় স্থানে মাংস টুকরো ফেলা কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। গতকাল রাতে কে বা কারা ওই ধর্মীয় স্থান বেশ কয়েকটি বড় মাংসের টুকরো ফেলে যায়। এরপর আজ ভোর বেলার দিকে এই এলাকায় স্থানীয়রা এই ঘটনা দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়ে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিমতা থানা পুলিশ। স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে নিমতা থানা পুলিশ। বিজেপি ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। বিজেপির উত্তর শহরতলী জেলা সাধারণ সম্পাদক গোপাল দাস বলেন, "একশ্রেণীর মানুষ উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যে এই কাণ্ড ঘটিয়েছে। রাজ্য প্রশাসন এদের মদত করছে। আমরা দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
No comments