দক্ষিন দিনাজপুরের আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা পথে নামল শিক্ষক দিবসের দিনে
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: দক্ষিন দিনাজপুরের আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা পথে নামল শিক্ষক দিবসে। এদিন জেলার গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে চাকরি প্রার্থীরা জমায়েত হয়ে সর্বপল্লী রাধাকৃষ্ণানের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর তাদের দ্রুত নিয়োগের দাবিতে গঙ্গারামপুর শহরে একটি মিছিল করেন। পাশাপাশি মিছিল থেকে তাদের দাবি সংবলিত লিফলেট এবং মাস্ক বিতরণ করা হয়।
জেলার আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা জানান, দীর্ঘ ৭ বছরের অবহেলা ও বঞ্চনা আপার প্রাইমারি চাকরি প্রার্থী রা আর সহ্য করতে পারছে না।
লিফলেট এর মাধ্যমে তারা জানান, প্রথম ফর্ম ফিলাপ হয় ফ্রেব্রুয়ারী ২০১৪ সালে। টেট পরীক্ষা হয় ১৬/০৮/১০১৫ তে,
TET রেজাল্ট বের হয় ১৪/০৯/২০১৬ তারিখে।
ইন্টারভিউ শুরু হয় জুলাই ২০১৯ থেকে।
প্রভিশনাল মেরিট লিস্ট বের হয় কোর্ট অর্ডারে ০৪/১০/২০১৯,
SSC কমিশন কোর্ট অর্ডার ২১ দিন অভিযোগ নেন ৫-২৫ অক্টেবর,২০১৯,
এরপর দীর্ঘ সাত মাস কেটে গেলেও নিয়োগ অধরা বলে জানান তারা।
লিফলেটের মাধ্যমে এই বিষয়ে জনগণকে জানানোর পাশাপাশি দ্রুত নিয়োগের দাবিতে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ (WBUPCPM), দক্ষিণ দিনাজপুর এর পক্ষ থেকে মিছিল করা হয়েছে গঙ্গারামপুরে।
No comments