নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে, ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
গত বৃহস্পতিবার সকালে অসুস্থ হয়ে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয় তমলুক থানার উত্তর ঔষধপুর গ্রামের পুষ্প গুছাইত নামে ৭২ বছরের এক বৃদ্ধার। শনিবার সুস্থ হয়ে ওঠে ওই বৃদ্ধা। রোগীর পরিবারকে চিকিৎসক জানিয়েছেন শিগগিরই ছেড়ে দেওয়া হবে। কিন্তু নার্সিংহোম ওই হৃদ রোগে রোগে আক্রান্ত ঐ বৃদ্ধার রুমে সকালে ধোঁয়াযুক্ত সেনেটারিজ করার কারণে ঐ বৃদ্ধার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ রোগী সুস্থ হওয়ার পরেও রুমের শুধুমাত্র ধোঁয়াযুক্ত সেনিটাইজার করার কারণেই মৃত্যু হয়েছে। রোগীর পরিবারের আত্মীয়-স্বজনরা উত্তেজিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ।
No comments