Recent comments

ads header

Breaking News

পূর্ব বর্ধমানের মেমারী শহরে করোনা আবহের মধ‍্যে পালিত হল শিক্ষক দিবস অনুষ্ঠান

অতনু ঘোষ ও মৃনাল কান্তি মণ্ডল, নিউজ অনলাইন, পূর্ব বর্ধমানঃ মেমারি ১-২ ব্লক তৃণমূল শিক্ষক সংগঠনের উদ‍্যোগে মেমারির জিটিরোড পার্শ্বস্থিত একটি অনুষ্ঠান হলে শিক্ষক দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে নুদিপুর হাই স্কুলের প্রধান শিক্ষক কিশোর ঘোষাল, রাধাকান্তপুর উচ্চ বিদ‍্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম, মেমারি বিদ‍্যাসাগর স্মৃতি বিদ‍্যামন্দিরের অবসরপ্রাপ্ত শিক্ষক সত‍্যনারায়ণ পাত্র আবেগতাড়িত মনোজ্ঞ বক্তব্য রাখেন। গন্তার উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সাগ্নিক পাল কাজী নজরুল ইসলামের একটি কবিতা আবৃত্তি করেন, শিক্ষক সৌমিত্র চ‍্যাটার্জী স্বরচিত কবিতা আবৃত্তি করেন। করোনা আবহে খুব ছোট্ট অনুষ্ঠান করার ফলে সকল শিক্ষক মহাশয়রা বলার সুযোগ পাননি। উপস্থিত মেমারি বিদ‍্যাসাগর স্মৃতি বিদ‍্যামন্দির শাখা ২ এর প্রধান শিক্ষক সুব্রত মুখার্জী, পাহাড়হাটি গোলাপমণি হাই স্কুলের প্রধান শিক্ষক, রাধাকান্তপুর উচ্চ বিদ‍্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ মোহন্ত, পঞ্চায়েত সমিতির সদস‍্য ও শিক্ষক পাটোয়ারী মান্ডি সহ অন‍্যান‍্য স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন সঞ্চালক পঞ্চায়েত সমিতির বর্তমান সদস‍্য ও প্রাক্তন শিক্ষা কর্মধ‍্যক্ষ নিত‍্যানন্দ ব‍্যানার্জী, কোচিং সেন্টার সহ মেমারি শাখা ১ বিদ‍্যলয়ে প্রাক্তন স্বেচ্ছা শিক্ষক আশিষ ঘোষদস্তিদার, পঞ্চায়েত সমিতির সদস‍্য সমীরণ মজুমদার সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক জানান এদিন এক বছরের মধ‍্যে প্রধান শিক্ষক পদে যারা যোগদান করেছেন তাদের এদিন বিশেষভাবে সম্মানিত করেছেন। লকডাউন চলাকালীন বহু শিক্ষক আসতে পারেননি। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথের নির্দেশে সংগঠনের সদস‍্যদের নিয়ে তড়িঘড়ি ছোট্ট করে অনুষ্ঠানটি করা হয়। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ‍্যায়ের প্রয়ানে জাতীয় শোক চলায় বিনোদনমূলক অনুষ্ঠান করা হয়নি।

No comments