আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে তমলুকের বাজারে মহকুমা শাসকের হানা
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
আলুর দামে লাগাম টানতে পূর্ব মেদিনীপুর জেলা তমলুক এর বড় বাজারে অভিযান চালালো তমলুকের মহকুমা শাসক কৌশিকব্রত দে। শনিবার সকালে কৃষি বিপনন দপ্তর, তমলুক থানার পুলিশ তমলুক মহাকুমার শাসকের নেতৃত্বে অভিযান চালিয়ে আলুর দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। অন্যান্য জেলার তুলনায় পূর্ব মেদিনীপুর জেলা আলুর দাম অনেক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। খোলাবাজারে জ্যোতি আলুর দাম কোথাও 32 কোথাও 33। প্রশাসনের নির্দেশ 30 টাকার বেশি আলু বিক্রি করা যাবে না। তমলুক শহরের বাজার ছাড়াও পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন আলুর গোডাউনে প্রশাসন অভিযান চালিয়ে আলুর দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।
No comments