Recent comments

ads header

Breaking News

এবারের দুর্গা পূজোয় চন্ডী পাঠ করবেন না পল্টু দা, মন খারাপ মিরাটি গ্রামের বাসিন্দাদের

রোহিত সেখ, নিউজ অনলাইন, কীর্নাহার, বীরভূম: প্রতি বছর দুর্গাপুজোয় তিনি আসতেন । নিজেই করতেন চণ্ডীপাঠ । কিন্তু, এবার আর আসবেন না তিনি । স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ মিরাটি । আজ সকালে মন্দিরের সামনেই প্রণব মুখোপাধ্যায়ের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেখানকার বাসিন্দারা । বীরভূমের কীর্ণাহারের প্রত্যন্ত মিরাটি গ্রামে বড় হয়ে উঠেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । গ্রামের বাসিন্দাদের কাছে তিনি ভারতের অর্থমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী কিংবা বিদেশমন্ত্রী নন । তাঁদের কাছে তিনি প্রিয় পল্টুদা । আবার কেউ ডাকতেন কাকাবাবু বলে । আর সারা বছর যেখানেই থাকুন না কেন দুর্গাপুজোয় গ্রামের বাড়িতে আসতেন তিনি । পুজোর কয়েকটা দিন কাটাতেন সেখানেই । দুর্গাপূজায় যে কটা দিন তিনি থাকতেন চারদিক সাজানো হতো পাশাপাশি গ্রামের সমস্ত মানুষেরই আমন্ত্রণ ছিল সকলেই আসতেন এই কটা দিন মুখার্জীবাবুর পুজোতে একটু আনন্দ করতেন সারাদিন হই হই করে কেটে যেত এই পূজো কটা দিন কিন্তু এ বাড়ির সকলেরই মন খারাপ কারণ পল্টু অর্থাৎ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আসবেন না ফলে গ্রামের বেশিরভাগই মানুষ এই মনের ভেতর চাপা কষ্ট নিয়েই পূজা কটা দিন কাটাবেন।

No comments