কাটমানি ও দুর্নীতির পোস্টার পড়ল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
বারবার দুর্নীতির পারদ চড়ছে তৃণমূলের অন্দরে। এবার খোদ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে ও বাইরে লিফলেট পরল। এর আগেও কাটমানি পোস্টার পড়েছিল, কিন্তু এবার তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে এবং মেচেদা বাজারের সংলগ্ন রাস্তায় উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্বজনপোষণ দুর্নীতির বিরুদ্ধে লিফলেট। আর এবার নাম জোরালো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার ও দায়িত্বপ্রাপ্ত তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে। লিফলেটে লেখা রয়েছে যে প্রচারে তৃণমূল কংগ্রেস ট্রেড ইউনিয়ন যদিও সম্পূর্ণভাবে মিথ্যা অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্র বলে ব্যাখ্যা দিলেন তৃণমূল নেতা তথা কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের শ্রমিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত অবজারভার অসিত ব্যানার্জি। তিনি আরো বলেন যে নতুন করে কোন নিয়োগ হয়নি । পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র ।লিফলেট ছড়ানোর বিষয়ে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট এর জেনারেল ম্যানেজার কৃষ্ণেন্দু চক্রবর্তী বলেন যে এই বিষয়ে আমি কিছু জানিনা । তবে লিফলেট দেখেছি ইতিমধ্যে তদন্ত শুরু করার কথা বলেছি আমরা পুরো বিষয়টা দেখছি। তবে নতুন কাউকে নতুনভাবে রিক্রুটমেন্ট হয়নি, পুরনো যারা তারাই কাজ করছে। আমরা পুরো বিষয়টা খতিয়ে দেখছি। তবে নতুন করে কাটমানি ও স্বজনপোষণের অভিযোগ ওঠার পর রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। তবে কি সর্ষের মধ্যে ভূত কারণ কলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট এর ভিতর যেভাবে সিকুরিটি রয়েছে তাতে বার থেকে অন্য কেউ গিয়ে ভিতর লিফলেট ফেরাতে পারে না। রাজনৈতিক মহলের গুঞ্জন যে কর্মীদের মধ্যেই ক্রমশ খোব রয়েছে তারই বহিঃপ্রকাশ হতে পারে বলে মত রাজনৈতিক মহলের।
No comments