Recent comments

ads header

Breaking News

চলতি মাসের লকডাউনের আজ শেষদিন, বীরভূমের কীর্ণাহার থেকে বোলপুর ফাঁকা রাস্তাঘাট, বন্ধ দোকানপাট, সতর্ক মানুষজন

রোহিত সেখ, নিউজ অনলাইন, বীরভূম:
প্রসঙ্গত ২০২০ সালের শুরুতেই নোবেল করোনা ভাইরাসে মৃত্যু হয়েছিল বহু মানুষের। আক্রান্তের সংখ্যা অনেক। আর তার জেরেই জারি হয়েছে লকডাউন। বন্ধ দোকানপাট, স্কুল, কলেজ, কর্মস্থল, ব্যবসা-বাণিজ্য। এর ফলে অর্থনীতির উপর প্রভাব পড়েছে। সবথেকে বেশি সমস্যায় পড়েছে নিত্যদিনের দিনমজুররা। বন্ধ হয়েছে কর্মস্থল, ফলে ভেঙে পড়েছে বহু মানুষ। একই ছবি বীরভূমের কীর্ণহার থেকে বোলপুরে। চলতি মাসের লকডাউনের শেষদিনেও দেখা গেল চেনা ছবি।  এদিন সকাল থেকে বীরভূমের কীর্ণাহার বাজার  সহ আশপাশের জায়গা গুলিতে বন্ধ দোকানপাট, রাস্তা শুনশান। খুব প্রয়োজনীয় দরকারে দু-একজন বেরোচ্ছে তাও রাস্তার মোড়ে মোড়ে রয়েছে পুলিশ। জিজ্ঞাসা করছেন কি কারনে বেরিয়েছেন, সঠিক উত্তর না পেলে তাদেরকে আটক করছে। একই ছবি বীরভূমের বোলপুরের সহ একাধিক জায়গায়।

No comments