ইলামবাজারে পথ দুর্ঘটনায় আহত ২৫
রোহিত সেখ, নিউজ অনলাইন, বীরভূম: ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটলো ইলামবাজার বোলপুর রাস্তার ইলামবাজার জঙ্গলে। পথ দুর্ঘটনায় ২৫ জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ আধিকারিক এবং অন্যান্য বিশাল পুলিশবাহিনী। দুর্ঘটনায় আহত ১৫ জনকে চিকিৎসার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে আরো ১০ জনকে ভর্তি করা হয় ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য চিন্তাভাবনা শুরু করেছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর শ্রমিক বোঝাই একটি ছোট হাতি গাড়ি করে ইলামবাজারের দিকে যাচ্ছিল প্রায় ২৫ জন শ্রমিক। পিছন থেকে একটি লরি এসে ছোটা হাতি গাড়ি টিকে ধাক্কা মেরে। উল্টে যায় ছোটা হাতি গাড়ি টি। তড়িঘড়ি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত শ্রমিকদের হাসপাতালে চিকিত্সার জন্য পাঠায়। আহত বাড়ি পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায়। যদিও হাসপাতাল সূত্রে খবর এখনো পর্যন্ত নিহত কোন খবর নেই। রবিবার মধ্যরাত্রে বীরভূমের ইলামবাজারের জঙ্গলে ভয়াবহ পথ দুর্ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
No comments