কাটোয়ার রোন্ডা গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মৃত গৃহবধূ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার, কাটোয়া ২ নং ব্লকের, কাটোয়া রোন্ডা গ্রামে এক গৃহবধূর মৃত্যু হলো অগ্নিদগ্ধ হয়ে। জানা যায় মৃতার নাম রাধারানী দাস। বয়স ২৬ বছর। মৃতা রাধারানী দাসের বাবারবাড়ি সূত্রের দাবি, রাধারানী বাড়ির কাজ করেনা এই অভিযোগে নানাভাবে নির্যাতন করা হতো রাধারানী শশুর বাড়ির পক্ষ থেকে। আর এই কারণেই শশুর বাড়ির লোকজন মিলে রাধারানী কে পুড়িয়ে মেরেছে। কাটোয়া থানায় অভিযোগ দায়ের করবে বলে জানায়, রাধারাণীর বাবার বাড়ির লোকজন। অগ্নিদগ্ধর পরে রাধারাণীকে কাটোয়া হাসপাতালে নিয়ে গেলে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কাটোয়া থানার পুলিশ, মৃতদেহ ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন।
No comments