রাখির দিনে গাছ না কাটার বার্তা দিয়ে গাছকেই রাখি পরালেন দক্ষিণ দিনাজপুর জেলা যুব বিজেপি কর্মীরা
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: এদিকে করোনার আবহে উৎসবের আমেজ নেই। তবে বঙ্গ সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতে রাজ্যজুড়ে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে।
গাছ না কাটার বার্তা দিয়ে গাছকেই রাখি পরিয়ে দিয়েছে দক্ষিণ দিনাজপুরের আস্থা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের পাশাপাশি রাখি বন্ধনের দিনে ভাই বোনদের রক্ষার শুভ কামনার সাথে সমাজ জীবনে বৃক্ষ রক্ষাও হোক আমাদের এই রাখি বন্ধনের অঙ্গীকার।আজকে পবিত্র রাখিবন্ধনের পুণ্য প্রভাতে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে গাছেদের রাখি পড়িয়ে এই দিন টিকে পালন করা হলো ।এর পাশাপাশি সাধারণ মানুষকে রাখি পড়ানোর সাথে সাথে মাস্ক, স্যানিটাইজার বিলি করেন তারা।
No comments