তৃণমূল কংগ্রেস সাপোর্টার সোশ্যাল মিডিয়া এক্টিভ ৫ এর উদ্যোগে পূর্ব বর্ধমানের রায়ান গ্রামে পালিত হল রাখি বন্ধন অনুষ্ঠান
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: তৃণমূল কংগ্রেস সাপোর্টার সোশ্যাল মিডিয়া এক্টিভ ৫ এর পক্ষ থেকে, আজ পূর্ব বর্ধমানের রায়ান গ্রামের, নতুন পল্লী এলাকায় রাখি বন্ধন ও মাস্ক বন্ধন উৎসব পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কার্যকারী সভাপতি সুখেন্দু কোনার , জগন্নাথ মুখোপাধ্যায়,পঞ্চায়েত সদস্য রামোহন ভট্টাচার্য্য,বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা গৌতম নন্দী , তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী রুম্পি বিশ্বাস, যুবনেতা বিকি ঠাকুর, সঞ্জয় তেওয়ারি, চঞ্চল মালিক , অজিত বিশ্বকর্মা ,গুড্ডু সাউ প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সমস্ত রাখি, মাস্ক স্যানিটাইজ করে, সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত সমগ্র অনুষ্ঠান।
No comments