রাখি বন্ধন উপলক্ষে কাঁপা সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে পথ চলতি মানুষের মধ্যে মাস্ক ও মিষ্টি বিতরণ
সৌভিক সরকার, নিউজ অনলাইন: আজ রাখি বন্ধন উৎসবকে মাথায় রেখে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও কাঁপা সাব ট্রাফিক গার্ড এর উদ্যোগে দুঃস্থদের হাতে রাখি পরিয়ে ও মাস্ক পরিয়ে , মিষ্টিমুখ করালেন ট্রাফিক গার্ডের ওসি হিতুলাল সরকার। এদিন ট্রাফিক গার্ড এর উদ্যোগে প্রায় ১০০ মাস্ক মানুষের হাতে তুলে
দেওয়া হয়, এছাড়াও মানুষ যাতে বিনা প্রয়োজনে রাস্তায় না বেরোয় এবং বেরোলেও যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে, সেই বার্তা দেওয়া হয় কাঁপা সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে।
No comments