পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকে পালিত হল রাখি বন্ধন উৎসব
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: রাখি পূর্ণিমা ভারতের একটি উৎসব। এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতি বন্ধন এর উৎসব। এই দিনটি দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এদিন পূর্ব বর্ধমান জেলার রায়না 2 ব্লকে পালিত হল রাখি বন্ধন উৎসব। এ দিনের কর্মসূচিতে মানুষের হাতে মাস্ক তুলে দেওয়া হয় করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না 2 ব্লকের বিডিও দীপ্যমান মজুমদার, জয়েন্ট ভিডিও পার্থসারথি রায় চৌধুরী, সভাপতি পার্বতী ধারা মালিক, সহ-সভাপতি আনসার আলী খাঁ, পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন(বাপ্পা) সহ আরও অন্যান্য অনেকে।
No comments