Recent comments

ads header

Breaking News

বালুরঘাট ব্লকের বদলপুর এলাকায় মহাসমারোহে পালিত হল আদিবাসীদের করম পুজো

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন:  করোনা আমাদের অনেক কিছু কেড়ে নিলেও এখনও কেড়ে নিতে পারেনি আদিবাসি সমাজের করম পুজো। প্রতিবছর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে আদিবাসী সম্প্রদায়ের পবিত্র উৎসব করম পুজা অনুষ্ঠিত হয়ে থাকে। আদিবাসী সম্প্রদায়ের মানুষজন প্রায় সারারাত ব্যাপী নাচে গানে করম উৎসব পালন করে থাকেন। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বদলপুর এলাকায় বদলপুর করম পুজা কমিটির পক্ষ থেকেও মহাসমারোহে পালন করা হয়ে থাকে করম পুজা। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ বদলপুর এলাকার এই করম পূজা অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। কিন্তু অন্যান্য বছরের সাথে এই বছরের পার্থক্য রয়েছে অনেকটাই। করোনা সংকটের জেরে পৃথিবী জুড়ে বিভিন্ন উৎসব অনুষ্ঠান পালিত হচ্ছে সামাজিক দূরত্ব মেনে। সেইমতো বালুরঘাট ব্লকের বদলপুর অঞ্চলের করম পূজা এবার অনুষ্ঠিত হলো সম্পূর্ণ কোভিড স্বাস্থ্যবিধি মেনে। এই বছর এই করম পূজার অনুষ্ঠান শুধু নিয়ম পালনের উদ্দেশ্যে নামমাত্র আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে পালন করা হয়। এই বছর এই করম পূজা কমিটির পক্ষ থেকে উদ্যোক্তা ও ভক্তরা সম্পুর্ন সামাজিক দূরত্ব মেনে, কোভিড স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক, হ্যান্ড গ্লাভস পরিধান সহ বিভিন্ন সর্তকতা সহ পালন করে এই করম  পূজার অনুষ্ঠান অনুষ্ঠিত করে। উদ্যোক্তাদের আশা আগামী বছর করোনা পরিস্থিতি মিটে গেলে উদ্যোক্তারা পুনরায় পূর্বের মত মহাসমারোহে এই করম পূজা উৎসব পালন করবেন। যদিও এই করম পূজা উৎসব কমিটির পক্ষ থেকে কভিড সতর্কতা মেনে সারারাত ব্যাপী নাচে-গানে পালন করা হয় এই করম পূজার অনুষ্ঠান।

No comments