কোলাঘাট ব্লকের দেউলিয়া বিজেপি পার্টি অফিসে সম্বর্দ্ধনাজ্ঞাপন করা হলো বিজেপি যুব মোর্চার তমলুক সাংগঠনিক জেলার জেলা সভাপতি প্রতিক পাখিরাকে
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: রবিবার সকালে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের দেউলিয়া বিজেপি পার্টি অফিসে সম্বর্দ্ধনাজ্ঞাপন করা হলো বিজেপি যুব মোর্চার তমলুক সাংগঠনিক জেলার জেলা সভাপতি প্রতিক পাখিরাকে।এদিন নবনিযুক্ত যুব সভাপতিকে দলীয়ভাবে বরন করে নেওয়া হয়। এদিন প্রতীক বাবুকে সম্বর্দ্ধনাজ্ঞাপন করেন বিজেপি নেতা দেবব্রত পট্টনায়েক,রাজু সামন্ত,প্রসেনজিৎ সরকার সহ কোলাঘাট ব্লকের স্থানীয় নেতৃত্বরা।এদিন প্রতীক বাবু জানান,সামনেই নির্বাচন,তাই দলকে শক্তিশালী করতে যুবমোর্চা এখন থেকে দলকে শক্তিশালী করতে এখন থেকে কোমর বেঁধে নামবে যুবমোর্চা।
No comments