জগদ্দলে গুলি করে খুন করা হল ছাত্রকে
সৌভিক সরকার, নিউজ অনলাইন: আবার গুলি করে ছাত্র খুন জগদ্দলে। শনিবার রাতে নামাজ পরে বাড়ি ফেরার সময় ৫ নাম্বার গলিতে দূস্কৃতীদের হাতে মাথায় গুলি বিদ্ধ হয়ে খুন হয় ১৪ বছরের অষ্টম শ্রেণির ছাত্র আব্দুল ওয়াকার। পবিত্র মহরমের নামাজ পরে বাড়ি ফেরার সময় রাস্তায় ভীড় করে তাজিয়া দেখছিল আবদুল ওয়াকার। সেই সময় পিছন থেকে ৬ টি বাইকে ১৪ -১৫ জন ছেলে তাজিয়ার কারনে আটকে যায়। ভীড়ে আটকানো নিয়ে বচসা শুরু হয়। তারপরই হঠাৎই রিভালবার বেরকরে গুলি চালাতে শুরু করে বাইকে থাকা দূস্কৃতীরা।সেই সময় হুড়োহুড়ি পড়ে যায়।এরমধ্যেই মাথায় গুলি বিদ্ধ হয় আব্দুল ওয়াকার।এদের মধ্যে একজনকে ধরে ফেলে স্থানীয় লোকজন।পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।গুলি বিদ্ধ আবদুলকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
No comments