পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে দলীয় মিটিং শেষে বাড়ি ফেরার পথে বিজেপি নেতা কর্মীদের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার গোয়ালাপুকুর বাজারে। গোয়ালাপুকুর বাজারে বিজেপির ভার্চুয়াল সভা ছিল, সেই সভা শেষে বেরিয়ে আসার মুহূর্তে বিজেপির ওপর অতর্কিত হামলা চালানো হয় তৃনমুলের মিঠুন করের নেতৃত্বে।তাঁরা বাইকে করে একদল দুষ্কৃতী নিয়ে এসে, লাঠি, লোহার রড দিয়ে প্রচণ্ড ভাবে মারধর শুরু করে। এই ঘটনায় আহত হয়েছে বিজেপির ভগবানপুর পূর্ব মন্ডল সভাপতি রমেশ মাইতি, বিজেপি নেতা দেবব্রত কর ও সুভাষ বাগ। সকলকে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এমনবস্থায় ভগবানপুর থানায় অভিযোগ জানাতে এলে উল্টে থানার ওসি বিজেপি নেতৃত্বদের গ্রেপ্তারের ভয় দেখানো হয় বলে অভিযোগ।
No comments