Recent comments

ads header

Breaking News

নিমতায় বিজেপির মিছিল আটকালো পুলিশ

সৌভিক সরকার, নিউজ অনলাইন: নিমতায় বিজেপির মিছিল আটকালো পুলিশ। আজ নিমতার দুর্গানগর থেকে সাংসদ অর্জুন সিংয়ের মিছিল ছিল। সেই মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ তা আটকে দেয়। এই মুহূর্তে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করছে বিজেপি সাংসদ অর্জুন সিং সহ কয়েকশো বিজেপি কর্মী সমর্থক। প্রসঙ্গত, গত সপ্তাহে দুর্গানগরেই বিজেপির চায়ে পে চর্চা অনুষ্ঠানে তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। এমনকি মারধরও করা হয় বিজেপি সমর্থকদের বলে অভিযোগ। যার ফলে সেই কর্মসূচি বাতিল করতে হয়। এরই প্রতিবাদে এ দিন সকালে দুর্গানগর পোস্ট অফিস থেকে নিমতা থানা পর্যন্ত মিছিল করে ডেপুটেশন দেওয়ার কথা ছিল। সেই মিছিল শুরুর আগেই পুলিশ তা আটকে দেয়। যা নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে। এই মুহূর্তে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করছে বিজেপি।

No comments