কোলাঘাট ব্লকের আড়িশান্ডা গ্রামে ভালো গমের সাথে খারাপ গম মেশানোর অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের আড়িশান্ডা গ্রামে রেশন ডিলার তুষার কান্তি মাইতির বিরুদ্ধে অভিযোগ উঠলো গতকাল ১৫ ই আগষ্টের ছুটির দিনে দুপুরে রেশন দোকানে সাটার বন্ধ করে দীর্ঘক্ষন ধরে কিছু একটা করছিলেন,তখন পাশের ক্লাবের কিছু যুবকের সন্দেহ হয়।ঐ যুবকেরা সাটার খুলে হাতে হাতে ধরে ফেলেন।অভিযোগ সেইসময় রেশন ডিলার রেশনের ভালো গমের সাথে পোকা ও বাজে গুনগতমানের গম মেশাচ্ছিলেন।এরপর রবিবার সকাল থেকে আড়িশান্ডা সহ পার্শ্ববর্তী বেশকয়েকটি গ্রামের মানুষ বিক্ষোভ দেখায় রেশন দোকানের সামনে।বিষয়টি নিয়ে কোলাঘাট ব্লকের বিডিও ও পাঁশকুড়া থানায় জানায়।তবে গ্রামবাসীদের অভিযোগ, সরকার থেকে রেশনে উচ্চমানের রেশন দ্রব্য পাঠালেও এইসমস্ত অসৎ ডিলারদের জন্য সরকারের ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে,পাশাপাশি সাধারন মানুষ নিম্নমানের খাবার পাচ্ছেন রেশন ডিলারদের কাছ থেকে।যদিও রেশন ডিলার তুষার বাবু, ঘটনার সত্যতা শিকার করতে রাজী হননি।তবে প্রশাসনের তরফে তদন্ত শুরু করেছে।
No comments