Recent comments

ads header

Breaking News

খুঁটিপুজো হল কলকাতা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আয়োজিত দুর্গাপুজোর

সৌভিক সরকার, নিউজ অনলাইন: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজো এবছর ৪৭ তম বর্ষে পদার্পণ করল। ১৬ই আগস্ট খুঁটি পুজো আয়োজন করা হয় ক্লাবের তরফ থেকে। এই পুজোয় উপস্থিত ছিলেন বিধান নগর এর বিধায়ক কথা দমকল মন্ত্রী এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি শ্রী সুজিত বোস বিধায়ক পরেশ পাল এবং কাউন্সিলর নর্থ দমদম মিউনিসিপ্যালিটি শ্রী মৃগাঙ্ক ভট্টাচার্জ। অন্যবার বহু বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই খুঁটিপুজো পালন করা হয় কিন্তু করোনার পরিস্থিতিকে মাথায় রেখে এবং সম্প্রতি সুজিত বোস নিজে করো না থেকে সুস্থ হয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে খুঁটি পুজো আয়োজন করেন। রীতি নিয়ম মেনেই এই খুঁটিপুজো সম্পূর্ণ হলো। সুজিত বোস জানান এখনো দুমাস মত সময় আছে। এবছরের তাদের থিম কেদারনাথ মন্দির। চার ধামের একদাম উঠে আসবে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। করোনার কথা মাথায় রেখে এবং যারা করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তাদের শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন যেহেতু এবছর অন্যান্যবারের তুলনায় সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি তাই ক্লাবের তরফ থেকে অনলাইন টেলিকাস্ট ব্যবস্থা করা হবে যাতে বাংলার মানুষ সহ বিশ্বের নানা প্রান্তের মানুষ এই পুজো উপভোগ করতে পারেন। অন্যান্যবার যা খরচা হয় সেখান থেকে এক কাটছাঁট করে সাধারণ মানুষদের জন্য এবং বিধান নগর বিধানসভা এলাকার মানুষদের বাড়ি বাড়ি কয়েক লক্ষ মাক্স বিলি করা হবে সঙ্গে থাকবে হ্যান্ড স্যানিটাইজার। এখনো যেহেতু দু মাস সময় বাকি আগামী সময় পরিস্থিতি কেমন থাকে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে তেমন হলে বহু মানুষ যারা প্রসাদ গ্রহণ করেন তাদের জন্য পার্সলে বন্দোবস্ত করা হবে। অন্যান্য বারের মতো প্রতিমা শিল্পী প্রদীপ রুদ্র পাল এবং ইতিমধ্যেই মাতৃ নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। সাবেকি প্রতিমা এবং পুজো তে কোনো ব্যাপক পরিবর্তন না থাকলেও সাধারণ মানুষের সুরক্ষা এবং নিরাপত্তা মূল লক্ষ্য থাকবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বলে জানান সুজিত বোস। এই দিন খুঁটি পূজা উপস্থিত সকল ব্যক্তিত্বদের হাতে ফলের গাছ এবং মিষ্টি তুলে দেন সুজিত বাবু।

No comments