বারাসাতে পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ
সৌভিক সরকার, নিউজ অনলাইন: বারাসাত নপাড়া রামকৃষ্ণ পল্লীর পুকুর থেকে উদ্ধার হল এক বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ। রবিবার সকালে উত্তর ২৪ পরগনার বারাসাত নপাড়া রামকৃষ্ণ পল্লীর পুকুর থেকে উদ্ধার হল এক ৬৭ বছরের বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম গোবিন্দ লাল চক্রবর্তী। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল স্বাধীনতা দিবসের সকাল থেকেই নিখোঁজ ছিলেন গোবিন্দ বাবু। সাত বছর আগে চাকরি থেকে তিনি অবসর হয়েছেন এবং বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। কাল সকাল থেকে নিখোঁজ হওয়ার পর থেকেই স্থানীয় বাসিন্দারা তার খোঁজে এলাকায় পোস্টার লাগিয়েছিল। আজ সকালে তার বাড়ির পাশে পুকুরে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা বারাসাত থানায় খবর দেয়। বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে বারাসাত হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, তিনি বেশ কিছুদিন ধরে ফুসফুস জনিত সমস্যায় ভুগছিলেন এবং তিনি মানসিক ভাবে অবসাদগ্রস্থ ছিলেন। এক প্রত্যক্ষদর্শী গতকাল সকাল ১১ টা নাগাদ তাকে শেষবারের জন্য দেখেছিলেন। তার দাবি গোবিন্দ বাবু বহুদিন ধরে মানসিক অবসাদগ্রস্থ ছিলেন। বাড়ি যাবার পথ ভুলে গিয়ে এদিক দিয়ে যাওয়ার সময় হয়ত কোন ভাবে পুকুরে পড়ে যায়। নিউরো সমস্যায় রোগাক্রান্ত গোবিন্দ বাবু মানসিক কারণ ছাড়া মৃত্যুর অন্য কোনো রহস্য নেই বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।
No comments