দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে পালিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: আজ বালুরঘাট পুলিশ লাইন ময়দানে দক্ষিন দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে যথাযথ মর্যাদায় ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করা হলো। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রেরিত ৩০ করোনা জয়ী যোদ্ধা পুলিশ ও সিভিক ও হোমগার্ড কর্মীদের হাতে মেডেল ও সার্টিফিকেট তুলে দিয়ে তাদের জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানীত করা হয়। এর সাথে সাথে আজ থেকে জেলা পুলিশের এক মাত্র হাসপাতালটিকে করোনা য় আক্রান্ত পুলিশ ও তাদের পরিবারের জন্য সেফ হোমে রুপান্তর করা হল। যাতে এবার থেকে পুলিশের কেউ করোনায় আক্রান্ত হলে অন্য কোথাও ছোটাছুটি না করে নিরাপদে পুলিশ হাসপাতালের সেফ হোমে তাদের ও তাদের পরিবারের লোকজনের চিকিৎসা চলতে পারে।
আজকের জেলা পুলিশের পক্ষ থেকে স্বাধীনতা দিবসকে স্মরনীয় করে রাখতে পুলিশ পারসোনেল ও তাদের পরিবারের লোকজনদের নিয়ে একটি সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে জেলার ফোরফ্রন্ট্রে থাকা কর্মরত আরেক করোনা যোদ্ধা সাংবাদিকদের কর্মক্ষেত্রে নেমে যাতে পুলিশ বা প্রশাসনের থেকে হয়রানীর সম্মুখীন হতে না হয় তার জন্য তাদের হাতে পুলিশের পক্ষ থেকে প্রেস স্টিকার দেওয়া জ্যাকেট তুলে দেওয়া হয়।
No comments