কোলাঘাট ব্লকের নহলা গ্রামে বিজেপির উদ্যোগে পালিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ কোলাঘাট ব্লকের নহলা গ্রামে বিজেপির উদ্যোগে ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করা হলো যথাযোগ্য মর্যাদায়।এদিন দেশের জাতীয় পতাকা উত্তোলন সহ স্বাধীনতা সংগ্রামীদের প্রতি মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্র জানানো হয়।এছাড়াও এই বিশেষ দিনে নহলা গ্রামে বিজেপির দলীয় পার্টি অফিসেরও উদ্বোধন করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দেবব্রত পট্টনায়েক,সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি সাদ্দাম হোসেন সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব।
No comments