স্বাধীনতা দিবসের দিন অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন বুনিয়াদপুর পুরসভার সহৃদয় কাউন্সিলর
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন:
১৫ ই আগস্ট সারা দেশজুড়ে যখন স্বাধীন ভারতের পতাকা উত্তোলিত হচ্ছে,এই বিশেষ দিনেই "মানুষ মানুষের জন্য" এই মহান ব্রত কে সামনে রেখে বুনিয়াদপুরে আয়োজিত হলো অসহায়দের বস্ত্র বিতরণী অনুষ্ঠান ।
বুনিয়াদপুর পুরসভার 2 নং ওয়ার্ড কাউন্সিলর অরূপ সিংহের উদ্যোগে বড়াইল এলাকায় আয়োজিত হয় এই বস্ত্র বিতরণী অনুষ্ঠান।পৌঢ় থেকে শিশু প্রায় শতাধিক মানুষের হাতে স্বাধীনতা দিবসের দিন বস্ত্র তুলে দেন কাউন্সিলর অরূপ সিংহ।
এ বিষয়ে অরূপ সিংহ জানান "অসহায়দের করুণা নয়,সামাজিক নৈতিক দায়িত্ববোধ থেকেই তাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ।"
বস্ত্র পেয়ে ক্ষনিকের জন্যেও খুশিতে ভরে ওঠে অসহায় মুখগুলি।
74 তম স্বাধীনতা দিবসের দিনেও যেখানে অন্ন বস্ত্র বাসস্থানের অভাবে আজও ভারতবর্ষের বহু মানুষ অসহায়।
সেই জায়গায় দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে সহৃদয় কাউন্সিলর অরূপ সিংহের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জন।
No comments