খণ্ডঘোষ ব্লকের, আম্বা গ্রামের বাজার সংলগ্ন এলাকায় তৃণমূলের উদ্যোগে পালিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস
আজ ৭৪ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের, আম্বা গ্রামের বাজার সংলগ্ন এলাকায় একটি নবনির্মিত পার্টি অফিস ফিতে কেটে উদ্বোধন করা হলো। পাশাপাশি নবনির্মিত তৃণমূল কংগ্রেসের দলীয় পার্টি অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন এবং উক্ত দলীয় অফিসের উদ্বোধন করেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ, খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম এবং খণ্ডঘোষ ব্লকের কার্যকরী সভাপতি শ্যামল কুমার দত্ত। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ ব্লকের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি মন্ডল, কৈয়ড় অঞ্চলের সভাপতি আজিজুল ইসলাম, উক্ত অঞ্চলের পঞ্চায়েত প্রধান আগমনী চক্রবর্তী(দলুই), উপপ্রধান শাহজাহান মন্ডল সহ অন্যান্য তৃণমূল নেতা ও কর্মীরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ বলেন, "২০০ বছর ইংরেজ শাসন করেছিল আমাদের ভারতবর্ষকে, সেই সময় কালে ইংরেজরা আমাদের ভারতীয়দের মধ্যে জাতির বিদ্বেষ তৈরি করতে পারেনি। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকারের শাসনকালে সেটা অনায়াসে তৈরি হয়েছে। অপরদিকে খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম বলেন, "যারা দেশ স্বাধীনের বিরোধী ছিলেন বর্তমানে তারা দেশের শাসক, তাই স্বাধীনতা নিয়ে বলার কিছু নেই। তবে বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির থেকে"। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্যামল কুমার দত্ত বলেন, "আমাদের জাতীয় পতাকায় যে গেরুয়া রং আছে সেই রং ত্যাগের প্রতীক। কিন্তু সেই রং নিয়েও বর্তমানে রাজনীতি করছে বিজেপি সরকার।
No comments