৭৪ তম স্বাধীনতা দিবসে মানবিক হওয়ার ডাক দিলেন নদীয়ার কল্যানী গান্ধী মেমোরিয়াল কার্ডিও হাসপাতালের চিকিৎসক ও নার্সরা
সৌভিক সরকার, নিউজ অনলাইন: ৭৪'তম স্বাধীনতা দিবসে করোনা যোদ্ধা ডাক্তার, নার্স বা স্বাস্থ্য কর্মীদের থেকে দূরত্ত্ব তৈরী না করে মানবিক হওয়ার ডাক দিলেন নদীয়ার কল্যানী গান্ধী মেমোরিয়াল কার্ডিও হাসপাতালের চিকিৎসক থেকে নার্সরা।
আজ স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেন কার্যকারী সুপার এ কে মহান্তি। এছারাও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক চন্দন মিশ্র,নার্সিং বিভাগ ও নার্সিং স্কুলের প্রধান দিদিরা এছাড়া হাসপাতলের কর্মী ও বেসরকারি এম্বুলেন্স মালিক ও চালকেরা।
এই অনুষ্ঠানে বেসরকারি এম্বুলেন্স স্ট্যন্ডের পক্ষ থেকে যেসকল চিকিৎসক ও নার্সরা কোভিড 19 দায়িত্ব পালন করেছেন তাদের ফুল মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানান।এবং পথ চলতি মানুষদের মাস্ক বিতরন করেন।
No comments