শহীদ মাতঙ্গিনী ব্লকের জানুবসান গ্রামে রবিশংকরের আর্ট অফ লিভিং এর পক্ষ থেকে দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ শহীদ মাতঙ্গিনী ব্লকের জানুবসান গ্রামে রবিশংকরের আর্ট অফ লিভিং এর পক্ষ থেকে করোনা সম্পর্কে মানুষকে সচেতনতার বার্তা নিয়ে সচেতনতা শিবির ও খাদ্যসামগ্রী বিলি করা হয়।এদিন খাদ্যসামগ্রী তুলেদেন রজত সামন্ত।এদিন প্রথমে মানুষকে করোনা থেকে বাঁচতে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সে বিষয়ে মানুষকে সচেতনতা করা হয়,তুলে দেওয়া হয় মাস্ক।এদিন ১০০ জনকে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী।
No comments