Recent comments

ads header

Breaking News

বেতন না পেয়ে শ্রমদপ্তরের SLO কর্মীরা স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালো মুখ্যমন্ত্রীর কাছে

সৌভিক সরকার, নিউজ অনলাইন: 
উত্তর ২৪ পরগনা বনগাঁর বিভিন্ন  গ্রাম পঞ্চায়েতের একাধিক শ্রমদপ্তরের  SLO ( self Employed Labour organiser) কর্মী পাঁচ মাস ধরে উপার্জন হীন।  বাবা-মা স্ত্রী-সন্তানদের নিয়ে প্রয়োজনীয় অর্থ ও অন্নসংস্থান না করতে পেরে একপ্রকার অনা হারে দিন কাটাচ্ছেন তারা। বেতনসহ কর্ম নিশ্চয়তা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবার জন্য আবেদন জানিয়েছে মুখ্যমন্ত্রী কাছে। অন্যথায় স্বেচ্ছামৃত্যুর জন্য অনুমতি প্রদান করবার জন্য মুখ্যমন্ত্রীর আছে আবেদন পত্র পাঠান। শুক্রবার দুপুরে তারা প্লাকার্ড হাতে মিছিল করে বনগাঁর পোষ্ট অফিসে আবেদন পত্র জমাদেন।


 ২০১৭ সালে থেকে বনগাঁর মহকুমার ৩৮ জন SLO কর্মী বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের স্থায়ীভাবে অসংগঠিত শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে 'সামাজিক সুরক্ষা যোজনা ২০১৭' নিয়ম অনুযায়ী নির্মাণ পরিবহনসহ ৬১ ধরনের পেশায় কর্মরত শ্রমিকদের নাম নথিভুক্তকরণ সচেতনতা প্রচার প্রক্রিয়ার কাজ ছিলো এই কর্মীরাদের। কিন্তু সাম্প্রতিক অসংগঠিত শ্রমিকদের বিনামূল্যে সামাজিক সুরক্ষার  কথা ঘোষণা করে শ্রমদপ্তর। সেই কারণে অসংগঠিত শ্রমিক টাকা জমা না দেওয়ার কারণে SLO কর্মীদের উপার্জন বন্ধ।  উপার্জন বন্ধ হওয়ার কারণে পরিবার নিয়ে সমস্যায় ভুগছেন তারা। সেই কারণেই মুখ্যমন্ত্রীর কাছে বেতন এবং কর্ম নিশ্চয়তার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আবেদন করেন।  অথবা তাদের স্বেচ্ছামৃত্যু বরণ করবার জন্য অনুমতি দেবার জন্য অনুরোধ জানান।

No comments