জামালপুর ব্লকের পক্ষ থেকে তিলসরাতে অনুষ্ঠিত হল করম পূজা
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: প্রতিবছর ভাদ্র মাসের শুক্ল একাদশী তিথিতে আদিবাসী সম্প্রদায়ের পবিত্র করম পরব উৎসব হয়ে থাকে। করম উৎসবের সময় সমস্ত রাত ধরে সূর্যোদয় পর্যন্ত সম্মিলিতভাবে ভাদুরিয়া ঝুমুর গান ও যৌথ নাচ পরিবেশিত হয়। করম নাচে গৃহকাজ ও কৃষিকাজ ফুটিয়ে তোলা হয়। করম পুজো আদিবাসী সম্প্রদায়ের একটি অন্যতম উৎসব। তবে এ বছরে করম পুজোয় বাদ সেধেছে কোভিড-১৯। সামাজিক দূরত্ব মেনে পূর্ব বর্ধমান জেলার, জামালপুর ব্লকের পক্ষ থেকে তিলসরাতে করম পূজা অনুষ্ঠিত হলো। করম পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জামালপুর থানার ওসি অরুণ সোম, জামালপুর থানার মেজ বাবু সুব্রত মন্ডল, আদিবাসী সম্প্রদায়ের জেলা সভাপতি তারক টুডু, সহ-সভাপতি দেবু হেমব্রম সহ উক্ত গ্রামের মোড়লরা।
No comments