বীজপুর থানার তৎপরতায় আতপুরে এটিএম ক্যাশ ভ্যান ছিনতাই এর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ধৃত এক মহিলা
সৌভিক সরকার, নিউজ অনলাইন: চলতি মাসের ২৬ তারিখ রাতে উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার অন্তর্গত শ্যামনগর আতপুরে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএমে টাকা ভর্তি করতে এসে ক্যাশ ভান সহ প্রায় ৮৯ লক্ষ টাকা লুঠ করে পালায় গাড়ির চালক। পরে গাড়িটি এবং গাড়ির ভেতরে থাকা খালি ট্রাংক বীজপুর থানা এলাকায় পাওয়া যায়। যদিও গাড়ির চালক বেপাত্তা ছিল। বীজপুর থানার তৎপরতায় পুলিশ তদন্তে নেমে প্রথমে ৪ লক্ষ টাকা উদ্ধার করে। আবার আজ বীজপুর থানার তৎপরতায় ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে সন্দেহভাজন এক মহিলা সহ ৩ লক্ষ ৩০ হাজার টাকা আটক করা হয়। সুত্রের খবর ক্যাশ ভ্যানের চালক রাজ হালদার তার এক বন্ধু তন্ময় দে কে সঙ্গে নিয়ে গা ঢাকা দিয়েছে। সেই বন্ধুর স্ত্রী পৌলমী দে। তন্ময় দের বাড়ি তল্লাশি করে এই টাকা উদ্ধার হয়, এবং তন্ময়ের স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। গাড়ির চালক রাজ হালদারের খোঁজে জগদ্দল থানার ভার দেবর্ষি সিনহার নেতৃত্বে দুটি টিম এই মূহুর্তে বিহারে।
তবে এ বিষয়ে বীজপুর থানার আইসি জানান যেভাবে আমাদের পুলিশের প্রত্যেকটি কর্মী কাজ করে চলেছে আগামী দিনে কোন অভিযুক্ত ছাড় পাবে না। এই সাফল্য আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সাফল্য।
No comments