শ্যামনগরের জনদরদী ডাক্তার প্রদীপ ভট্টাচার্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
সৌভিক সরকার, নিউজ অনলাইন: উত্তর ২৪ পরগনা শ্যামনগর ফিডার রোড এলাকায় ৫৭ বছর বয়সী চিকিৎসক ডাক্তার প্রদীপ ভট্টাচার্য আচমকা মৃত্যুতে এলাকায় নেমে শোকের ছায়া। গত ৮ জুলাই শারীরিক অসুস্থতা নিয়ে বাইপাসের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন।১৩ ই জুলাই সেখানেই তার নমুনা রিপোর্টে করোনা পজেটিভ ধরা পড়ে। তারপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। এরপর ১লা আগস্ট হাসপাতালেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। কিন্তু মঙ্গলবার ১১ আগষ্ট হাসপাতালে তার মৃত্যু হয়।এলাকার জনদরদি ডাক্তার হিসেবে পরিচিত ডঃ প্রদীপ ভট্টাচার্যের এইভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না কেউই। মঙ্গলবার গভীর রাতে তার মৃতদেহ নিয়ে আসা হয় শ্যামনগর ফিডার রোডে তার বাড়িতে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভোররাত পর্যন্ত মানুষের ঢল ছিল শ্যামনগরে।
No comments