তমলুক ব্লক কৃষি দফতরের উদ্যোগে কৃষকদের মধ্যে মুরগি বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: বুধবার তমলুক ব্লকের কৃষিদপ্তরের আতমা প্রকল্পের সহায়তায় ৩০ জন কৃষকের হাতে তুলে দেওয়া হলো কালো প্রজাতির কড়কনাথ মুরগীর বাচ্চা।সাধারন মানুষকে স্বনির্ভর করে তোলার লক্ষে সরকারের এই বিশেষ উদ্যোগ।এদিন ৩২ টি করে কড়কনাথ মুরগী তুলে দেওয়া হয় কৃষকদের।এছাড়াও এদিন দুটি গরু তুলে দেওয়া হয় এই আতমা প্রকল্পে।এদিন এই মুরগী বাচ্চা ও গরু তুলে দেন তমলুক ব্লকের কৃষিকর্মাধ্যক্ষ প্রশান্ত সিংহ,ব্লক টেকনোলোজি ম্যানেজার চঞ্চল ভৌমিক, বি এল ডিও ডাঃসঞ্জীব কুমার মাইতি, ডাঃ গোরাচাঁদ বেরা সহ বিশিষ্টজনেরা।
No comments