তিনটি রয়্যাল শাবকের জন্ম দিল শীলা,খুশির হাওয়া বেঙ্গল সাফারি পার্কে
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
বুধবার সকালে শিলিগুড়ির অদূরে বেঙ্গল সাফারী পার্কে তিনটি রয়্যাল শাবকের জন্ম দিল শীলা। এর আগেও শীলা তিনটি ব্যাঘ্র শাবকের জন্ম দেয়। যদিও তাদের মধ্যে পরবর্তীতে একটি শাবক মারা যায়। এবং দুটো বেচে আছে। নতুন শাবকদের মিলিয়ে এখন বেঙ্গল সাফারিতে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে দাড়ালো সাতটি। শীলা, বিভান, রিকা, কিকা ও নতুন তিন শাবক। এই বিষয়ে বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর ধরম দেও রাই জানান যে এদিন সকালে শীলা তিনটি শাকের জন্ম দেয়। শাবক গুলো সুস্থ আছে। এবং নতুন তিন শাবক ও শীলার উপর বিশেষ নজর রাখা হচ্ছে।
No comments