Recent comments

ads header

Breaking News

দিঘায় ইলিশের দেখা মিললেও, দাম কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: 
বেশ কয়েকটি ইলিশবোট ফিরেছে  সমুদ্র থেকে মৎস শিকার করে । চাহিদা মত ইলিশের তেমন দেখা নেই ।  সব মিলিয়ে গত দুদিনে প্রায় দেড়টন দিঘা ইলিশ দীঘা  মোহনায় উঠলো । তবে  চাহিদার তুলনায় বেশি না হলেও আকারে ওজনে যথেষ্ঠ আশানুরূপ। 500-1 কেজি ওজনের ইলিশ উঠেছে দিঘার মৎসজীবিদের জালে। চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় দামেও যথেষ্ঠ আকাশ ছোঁয়া। 500-700 ওজনের ইলিশ 600-800 টাকা,800- 1 কেজিওজনের ইলিশ 1000-1200 টাকা 1500 কেজির  ওজনের ইলিশ 2000-2200  দরে বিকোচ্ছে । তবে দীর্ঘ দিন ধরেই ইলিশ এর দেখা ছিলনা । আজ খানিকটা ইলিশ ওঠার খবর পূর্ব ভারতের বৃহত্তম মৎস নিলাম কেন্দ্র  দিঘা মোহনায় দেখা দিয়েছে । এইদিন  10 টি   ফিসিং  বোট ঠেকেছে দিঘা মোহনায়।এক কালীন অনেকগুলি বোট ঠেকলে আরো আমদানি হবে ইলিশের ।

No comments