শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের পেটকিতে 'কর্মতীর্থ হাট' উদ্ধোধন করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
সোমবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের চটহাট বাসগাও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটকিতে 'কর্মতীর্থ হাট' উদ্ধোধন করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। মন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা শাসক এস. পুন্নবলাম,ফাঁসিদেওয়া ব্লকের বিডিও সঞ্জু গুহ মজুমদার,শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ,শিলিগুড়ি মহাকুমা পরিষদের সদস্য আইনুল হক,ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ বসির সহ অনেকেই। এদিন প্রথমে মন্ত্রী ফিতা কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে 'কর্মতীর্থ হাট' এর উদ্ধোধন করেন। এরপর যারা ওই হাটের স্টল নিয়েছে তাদের হাতে নথিপত্র তুলে দেন। এবং গোটা হাটটি ঘুরে দেখেন মন্ত্রী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন যে আজকে এই কর্মতীর্থ হাটটি উদ্ধোধন হল। এবং এই হাটটি আমাদের দার্জিলিং জেলার প্রতন্ত গ্রামে। আমরা কর্মের বিকাশ। এবং কর্মের সংস্থানের লক্ষ্যে এই কাজগুলো করলাম। এদিন থেকে শুভ যাত্রা শুরু হল। তারা ভাল করে দোকান পাট গুলো পরিচালনা করবে। সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের অর্থ বারদ্দে প্রায় এক কোটি টাকা ব্যায়ে এটি গড়ে উঠেছে। এর পাশাপাশি তিনি আরও বলেন যে আগামীকাল নকশালবাড়িতে অনেকগুলো সরকারি প্রকল্পের উদ্ধোধন আছে তা আমরা করবো। অপরদিকে জানা গিয়েছে 'কর্মতীর্থ হাট' টিতে মোট ২২টি স্টল রয়েছে। যার মধ্যে ইতিমধ্যেই ১৭টি নিয়ে নিয়েছেন। এবং যারা নিয়েছেন তাদের প্রথমে ২৫০০০ টাকা করে দিতে হয়েছে। এরপর প্রতি মাসে ৫০০ টাকা করে দিতে হবে। এবং সেই টাকা আগামীদিনে ওই কর্মতীর্থ হাটের উন্নয়নেই কাজেই লাগানো হবে জানা গিয়েছে।
No comments