পূর্ব বর্ধমানের জামালপুর থানায় বিক্ষোভ সহ ডেপুটেশন দিলো বিজেপির নেতা কর্মীরা
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমানের জামালপুর থানায় বিক্ষোভ সহ ডেপুটেশন দিলো বিজেপির নেতা কর্মীরা। জানা যায় হেমতাবাদে বিধায়কের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে জামালপুর থানায় ডেপুটেশন দেওয়া হলো বিজেপির পক্ষ থেকে। বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ডেপুটেশন দেওয়া কর্মসূচি হয় এদিন। হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যুতে CBI তদন্তের দাবিতে ধারাবাহিক ভাবে কর্মসূচি ঘোষণা করেছে রাজ্য বিজেপি। জানা যায় কয়েকদিন আগে সাতসকালে উত্তর দিনাজপুরের, বিন্দোলের একটি চায়ের দোকান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র রায়ের দেহ। যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে উক্ত ওই এলাকায়। আর তার দরুন বিজেপির পক্ষ থেকে চলছে বিক্ষোভ কর্মসূচি।
No comments