কলকাতার পর জেলায় ইংরেজি মাধ্যম স্কুলের অভিভাবকদের বিক্ষোভ মহিষাদলে
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
বিশ্বজুড়ে করোনা অতিমারির আবহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে দিশারী পাবলিক স্কুলের অমানবিক, অনৈতিক ও অবৈধ পদক্ষেপ। ডে-বোর্ডিং এই স্কুলে প্রায় চার মাস পঠনপাঠন বন্ধ। প্রতিদিন ৩ ঘন্টা অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে।
করোনা পরিস্থিতিতেই স্কুলের মাসিক ফি বৃদ্ধি করা হয়েছে। এমনকী, "বার্ষিক ফি" নাম দিয়ে এককালীন মোটা টাকা আদায় করা হচ্ছে।
একইসঙ্গে পড়ুয়াদের খাবার বাবদ ও বাসভাড়া বাবদ প্রতি মাসে মোটা টাকা গুনতে হচ্ছে অভিভাবকদের।
ছাত্রছাত্রী স্কুলে না এলে খাবার ও বাসভাড়া কেন? প্রশ্ন শোনা ও জবাব দেওয়ার কেউ নেই। প্রিন্সিপাল এবং কর্তৃপক্ষ অভিভাবকদের এড়িয়ে চলেছেন।
বহু অনুনয়, বিনয়ে কাজ না হওয়ায় বেশিরভাগ
অভিভাবক বাধ্য হয়ে রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে মহিষাদলে স্কুলের সদর দপ্তরের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখালো অভিভাবক অভিভাবিকা। এমনকি নন্দকুমার মহিষাদল রাজ্য সড়কে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।
No comments