Recent comments

ads header

Breaking News

দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে ৮ জন করোনা আক্রান্ত

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে ৮ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে তপনের তিন সিভিক ভলান্টিয়ার রয়েছেন বলে জানা গিয়েছে। ১৩ জুলাই আক্রান্তদের সোয়াব সংগ্রহ করে  পরীক্ষার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিআরডিএলে পাঠানো হয়েছিল। তার মধ্যে থেকেই এদিন ৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে বালুরঘাটের তিন (কামারপাড়া, মস্তফাপুর ও তিওড়), কুশমন্ডির কাঁটাসনের ১, গঙ্গারামপুর নিউ মার্কেটের ১ জন রয়েছেন। এছাড়া তপনের (বড়াকুড়ি, সিহুর ও ফতেপুর) তিনজন সিভিক ভলান্টিয়ার আক্রান্ত হয়েছেন।

এদিনের ৮ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬০। আগে কোলকাতায় জেলার দুজন বাসিন্দার মৃত্যু হয়েছে। জেলায় আক্রান্তদের মধ্যে ২৭৮ জন সুস্থ হয়েছেন। নতুন আক্রান্তদের সেফ হাউজ বা কোভিড হাসপাতালে আনা শুরু হয়েছে।

No comments