কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে একটি হোটেলে আগুন
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় দেবজ্যোতি লজে আজ হঠাৎই আগুন লাগে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা সকালে হটাৎই লজের দ্বিতীয় তলায় জানালা থেকে ধোয়া বেরোতে দেখেন। খবর দেওয়া হয় দমকল বাহিনী কে। প্রাথমিক ভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন অনুমান করা হলেও কিভাবে আগুন লেগেছে খুটিয়ে দেখা হচ্ছে। রান্নার চিমনির বা চুল্লির জন্য ব্যবহূত তেল থেকে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। হোটেল এর কর্মীরা নিরাপদ ভাবে বেরিয়ে আসতে পারেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দমকলের দুটো ইঞ্জিন এর ঘন্টাখানেক এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হোটেল এর অগ্নিনির্বাপক বেবস্থা ঠিকঠাক ছিল কিনা সেগুলি দমকল ও পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে।
**পরে বাইট এলে মার্কিং করে পাঠাবো।
No comments