বাঁকুড়া জেলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই ঊর্ধ্বমুখী
জয়জীবন গোস্বামী, নিউজ অনলাইন: বাঁকুড়া জেলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই ঊর্ধ্বমুখী। করোনার কবলে একের পর এক থানা জেলা জুড়ে আক্রান্ত বহু পুলিশকর্মী । এবার করোনায় আক্রান্ত হলেন বাঁকুড়া সদর থানার তিন পুলিশকর্মী। গতকাল রাতে তিন পুলিশকর্মীর দেহের করোনার সংক্রমনের রিপোর্ট পজেটিভ আসে। এদের মধ্যে দুজন এ এসআই এবং একজন সিভিক পুলিশ । এরপরই তাদেরকে ওন্দা কোভিড হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। এর আগে বাঁকুড়ার বড়জোড়া এলাকার দুই পুলিশ ব্যাটেলিয়নের ৪৭ জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন করোনায়।
জেলায় করোনা আক্রান্ত গ্রাফ্ ক্রমশ উদ্ধমুখী।গতকাল পর্যন্ত রাজ্য স্বাস্থ্য বুলেটিন অনুযায়ি বাঁকুড়া জেলায় করোনা আক্রান্ত সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫২৭ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৭০ জন।এ পর্যন্ত ১৫৭ করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ জন জেলার বাসিন্দা। তবে জেলা প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে করোনা সংক্রমণ প্রতিরোধ করে নতুন কেউ আক্রান্ত না হয় ।
No comments