দীঘায় সমুদ্র থেকে উঠল ৭৮০ কেজি ওজনের চিল শঙ্কর মাছ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: দীঘায় উঠলো বিশাল দৈত্যকার মাছ। ওজন ৭৮০ কিলোর এই চিলশঙ্কর মাছ।
দীঘা মোহনায় বিশাল আকারের চিল শঙ্কর মাছ দেখতে ভিড় জমান অনেকে। এই মাছের বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৬৪ হাজার টাকা ।
এদিন পূর্ব মেদিনীপুরের দীঘা মোহনায় নবকুমার পইড়ার আড়তে উড়িষ্যার এক মৎস্যজীবী বিক্রি করে এই মাছ। সেই মাছ আবার কেনে নদীয়া রানাঘাটের এক ব্যাবসায়ী। এইদিন সকালে বিশাল আকারের চিল শঙ্কর মাছ দেখাতে ভিড় জমায় স্থানীয় মানুষ ও অল্প সংখ্যক পর্যটক । উৎসুক পর্যটক আবার এই বিশাল আকারের চিল শঙ্কর মাছের ছবি নিজেদের ক্যামেরা বন্দি করতে ব্যস্ত ছিলেন ।
No comments