শিলিগুড়ির বিধাননগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বিজেপির তরফ থেকে স্মারকলিপি দিতে গেলে স্মারকলিপি গ্রহন করল না প্রধান
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
সোমবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বিজেপির মন্ডল কমিটি তরফ থেকে একাধিক দাবি নিয়ে স্মারকলিপি গ্রহণ করল না প্রাধান। বিজেপির মণ্ডল কমিটির দাবিগুলো হল বিধাননগরে সুফল বাংলা প্রকল্পের ২৫ টাকা কেজি দামে আলু দিতে হবে। দ্বিতীয় বিধাননগর আনারস মার্কেটে শৌচালয় তৈরি করতে হবে। এবং বিধাননগর ১ নং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় একাধিক রাস্তা বেহাল দশা অবস্থায় রয়েছে সেই সব রাস্তা মেরামত করতে হবে। এই বিষয়ে বিজেপি কর্মী প্রণবেশ মন্ডল বলেন যে আমরা এদিন একাধিক দাবি নিয়ে বিধাননগর মন্ডল কমিটির সভাপতি কুমুদরঞ্জন মজুমদারের নেতৃত্বে বিধাননগর ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধানকে একটি স্মারকলিপি দিতে গিয়ে ছিলাম কিন্তু প্রধান আমাদের স্মারকলিপি নেয়নি। এবং আমাদের বলা হয় স্মারকলিপি দিতে হলে দুদিন আগে প্রধাকে চিঠি করতে হবে। তাই তিনি এদিন আমাদের স্মারকলিপি নেননি। তবে আমরা আমাদের দলীয় কার্যালয়ে বৈঠক করবো। এবং ফের একদিন গ্রাম পঞ্চায়েতে ঘেরাও করে স্মারকলিপি দিব। অপরদিকে বিধাননগর ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান টুলটুলি সরকার বলেন যে কেউ যদি স্মারকলিপি দিতে যায় তাহলে দুদিন আগে থেকে একটি চিঠি করতে হয়। কারণ আমাদের আজকে একটি মিটিং ছিল এবং আমি যেতে পারিনি। তাই আমি যদি না থাকতাম তাহলে তো তাদের স্মারকলিপিটা দেওয়া হত না। সেই কারণে আমি বলেছি যে যেদিন স্মারকলিপি দিবেন তার আগে একটি চিঠি করতে হবে।
No comments