পুলিশ কর্মী এবং সাংবাদিকদের সম্বর্ধনা জানালো গঙ্গারামপুর রোটারি ক্লাব
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: একটি কর্মসূচির মধ্য দিয়ে করোনা যোদ্ধা পুলিশকর্মী ও সাংবাদিকদের সংবর্ধনা দিলো গঙ্গারামপুর রোটারি ক্লাব। পুস্পস্তবক,মিষ্টি ও সার্টিফিকেট তুলে দেওয়া হলো পুলিশ ও সাংবাদিকদের হাতে।
বুধবার গঙ্গারামপুর থানা চত্বরে আয়োজন করা হয়েছিল এই সংবর্ধনা অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার IC পূর্ণেন্দু কুমার কুন্ডু,ক্লাব সভাপতি সুব্রত মুখার্জি,সুদীপ গাঙ্গুলী,বিশিষ্ট সাংবাদিক চয়ন হোড় সহ অন্নান্য বিশিষ্টজনেরা। প্রসঙ্গত করোনা মোকাবিলায় গত ২৩সে মার্চ গোটা দেশের সাথে সাথে রাজ্যজুড়ে শুরু হয়েছিল লকডাউন। লকডাউনের মাঝে জীবনের ঝুঁকি নিয়ে প্রথম সারিতে দাঁড়িয়ে কাজ করেছে পুলিশকর্মী,সাস্থকর্মী,সাফাইকর্মী ও সাংবাদিকেরা। তাই এবারে পুলিশ ও সাংবাদিকের কাজে উৎসাহিত করতে তাদের সংবর্ধনা যাপনের ব্যবস্থা করলো গঙ্গারামপুরের রোটারি ক্লাব। জানা গেছে গোটা দেশ জুড়ে রোটারি ক্লাবের পক্ষ থেকে পুলিশ ও সাংবাদিকদের দেওয়া হচ্ছে সংবর্ধনা। সেই মতো গঙ্গারামপুর থানার পুলিশকর্মী ও সাংবাদিকদের সংবর্ধনা দিলো রোটারি ক্লাবের সদস্যরা। এদিন পুস্পস্তবক মিষ্টি ও সার্টিফিকেট তুলে দেওয়া হলো তাদের হাতে ।
No comments