গঙ্গারামপুরে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: এক সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাদিহাট বেলবাড়ী এলাকায়।
স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার বিকেলে ওই এলাকার মানুষজন পূর্ণভবা নদীর জলে দেখতে পায় একটি সদ্যোজাত শিশুর মৃতদেহ। প্রথম অবস্থায় এলাকার মানুষজন মৃতদেহটিকে পুতুল ভাবলেও । পরে ভালো করে পর্যবেক্ষণ করার পরে চক্ষু চরখ গাছ হয়ে যায় এলাকার মানুষজনদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।এরপরেই স্থানীয় মানুষজন খবর দেয় গঙ্গারামপুর থানায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার ASI প্রদীপ রাজবংশী সহ বিশাল পুলিশবাহিনী। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। যদিও এলাকাবাসীদের অনুমান গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জলে ভরে আছে পূর্ণভবা নদী। সেই নদীর স্রোতেই কেউ বা কারা সদ্যোজাত শিশুটির দেহ ভাসিয়ে দিয়েছে। এদিন এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল এলাকায়। ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এলাকার মানুষজন। সেই সঙ্গে ঘটনার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তকমূলক শাস্তির দাবি তোলে এলাকার মানুষজন।
No comments