ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে ফ্রি হেল্থ চেকআপ ক্যাম্প আয়োজন করল পূর্ব বর্ধমানের সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশন
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: ডক্টর বিধানচন্দ্র রায় এর জন্মদিন উপলক্ষে ফ্রি হেল্থ চেকআপ ক্যাম্প সংগঠিত হলো পূর্ব বর্ধমানের সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশন ক্যাম্পাসে। ৩৩ জন বিশেষজ্ঞ ডাক্তার ৩২ জন জুনিয়র ডাক্তার মোট ৬৫ জন ডাক্তার ১০০০ এর বেশি রোগীকে চিকিৎসা পরিষেবা দেন। সমস্ত বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার এই পরিষেবায় যুক্ত ছিলেন যেমন মহিলা রোগ, শিশু, সার্জারি, হার, চোখ কান গলা, মেডিসিন, ফিজিও থেরাপি, হোমিও প্যাথি বিষয়ে বিশেষজ্ঞ রা উপস্থিত ছিলেন। রোগীদের এমার্জেন্সি ওষুধ ও দেওয়া হয়। এই ফ্রি হেল্থ চেকাপে উপস্থিত ছিলেন সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজি কুতুবুদ্দিন, সভাপতি বদরুল আলম, সেহারা আউট পোস্টের বড় বাবু রাজেশ মাহাতো, সমাজসেবী হাসিব আলম, সেখ হালিম, ডাক্তার গোলাম কিবরিয়া, ডাক্তার কিসমত, ডাক্তার মুসরাঈল সহ অনেক বিশিষ্ট অতিথিরা। এই হেল্থ চেকআপ এর মূল উদ্যোগ প্রয়াস ও ওয়েলকাম ওয়েলফেয়ার সোসাইটি। এই ক্যাম্প টি কে সর্বত্র ভাবে সহযোগিতা করেছে পশ্চিম বঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশন। যারা শিক্ষা, সাস্থ, সমাজসেবায় অন্য মাত্রা এনে দিয়েছে। রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ও রহমানিয়া আল আমিন মিশনের সম্পাদক হাজি কুতুবুদ্দিন শিক্ষা, সমাজসেবায় দিগন্ত সৃষ্টি করেছেন। প্রয়াসের পক্ষে ডাক্তার গোলাম কিবরিয়া সমস্ত ডাক্তার সহ সেহারা রহমানিয়া মিশন কে ধন্যবাদ জানান এবং আগামীদিনে আরো অনেক ভালো কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। ডাক্তার গোলাম কিবরিয়া বলেন আজ ডক্টরস ডে কে সম্মানিত করার জন্য এই লক ডাউনে অসহায় রোগীদের কথা ভেবে এই ব্যবস্থা করা হয়েছে। এই ক্যাম্প এ মেডিসিন সহ মহিলাদের সেনিটারি ন্যাপকিন ও মাক্স দেওয়া হয়। গোটা এলাকায় এই রকম পরিষেবা পেয়ে রোগীরা ভীষণ খুশি।
No comments