মাধবদিহি থানার উদ্যোগে চলছে সচেতনতামূলক কর্মসূচী
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমানের, রায়না ২ এর মাধবদিহি থানার উদ্যোগে চলছে সচেতনতামূলক কর্মসূচী। মাধবডিহি থানার উদ্যোগে হেলমেট বিহীন বাইক আরোহীদের সচেতন করা হচ্ছে যাতে করে হেলমেট বিহীন বাইক আরোহীরা হেলমেট সহযোগে বাইক সফর করে। এদিন হেলমেট বিহীন বাইক আরোহীদের দাঁড় করিয়ে চলছে সচেতন করার কাজ, পাশাপাশি মাস্ক পড়ার ব্যাপারেও দেওয়া হচ্ছে বার্তা। মাধবডিহি থানার এহেন উদ্যোগে খুশি পথচলতি মানুষ সহ স্থানীয় এলাকাবাসীরা।
No comments