বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপর এয়ারপোর্ট গামী রাস্তায় ট্যাঙ্কার উল্টে বিপত্তি
সৌভিক সরকার, নিউজ অনলাইন: বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট গামী রাস্তায় ট্যাঙ্কার উল্টে বিপত্তি। রাস্তার উপরে ট্যাঙ্কার উল্টে থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দিনের ব্যস্ত সময়ে এয়ারপোর্ট গামী লেনে ট্যাঙ্কার উল্টে যাওয়া দক্ষিনেশ্বর গামী লেন দিয়েই দু'দিকের গাড়ি যাতায়াত করছে। ফলে যানজট বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে জুড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, আজ ভোর রাতে গাড়ি উল্টে যাওয়ার আওয়াজ শুনে তারা দৌড়ে এসে দেখে একটা ট্যাঙ্কার উল্টে আছে। তবে গাড়ির ভিতরে কেউ ছিল না।
No comments