বেঙ্গল কেমিক্যাল বাস স্ট্যান্ডের সামনে বিটি রোডের উপর লরির ধাক্কায় মৃত সাইকেল আরোহী
সৌভিক সরকার, নিউজ অনলাইন: বি টি রোডে দ্রুতগতির লরির ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর । ঘটনাটি ঘটে বি টি রোড বেঙ্গল কেমিক্যাল বাস স্টপেজ এর সামনে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন সাইকেল নিয়ে সোদপুরের দিক থেকে ডানলপ এর দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি। পিছন থেকে দ্রুত গতিতে আসা লড়ির ধাক্কায় পড়ে গিয়ে ওই গাড়িরই চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। সাথে সাথেই খড়দহ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। বেশ কিছুটা দূরে পুলিশ আটক করে ঘাতক ট্রাকটিকে।পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির খরদহ মাঠকল অঞ্চলের বাসিন্দা বছর ৪৫ এর প্রেমাংশু পাত্র।
No comments