ফের বিনা চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগ উঠল দেগঙ্গার যুবকের
সৌভিক সরকার, নিউজ অনলাইন: রাজ্যের নামি হাসপাতাল আর জি কর,পি জি এবং বেসরকারি নার্সিংহোমে ঘুরে চিকিৎসা না পেয়ে ভর্তি হতে না পেরে বিনা চিকিৎসায় মারা গেলেন দেগঙ্গার আজিজনগর গ্ৰামের বছর ৪৫ এর যুবক দেগঙ্গা বিডিও অফিসের ফুড বিভাগের ক্যাসুয়াল কর্মী নির্মল কুমার দাস।
বিনা চিকিৎসায় নির্মল দাস মারা গিয়েছেন এমনই অভিযোগ মৃতের স্ত্রী ও ভাইপোর। নার্ভের সমস্যায় কাবু হয়ে পড়েছিলেন নির্মল বাবু। প্রথমে নিয়ে যাওয়া হয় কলকাতা আর জি কর হাসপাতালে। সেখানে ভর্তি করতে না পেরে স্থানীয় বিধায়ক হাজি নুরুল ইসলামের শংসাপত্র নিয়ে পি জি(এস এস কে এম) হাসপাতালে ভর্তি করাতে নিয়ে গিয়ে যন্ত্রনায় কাতর একটু চিকিৎসা পরিষেবা দেওয়ার আকুল আবেদন ফিরিয়ে দিয়েছে নামি হাসপাতাল।ডাক্তারবাবুদের কাছে কান্নাকাটি করে মেলেনি অক্সিজেন, সুবিধা পায়নি আম্বুলেন্সের, ঠাঁই তিন ঘণ্টা এ ঘর সে ঘর করে পিজিতে পরিষেবা না পেয়ে নিয়ে যায় একটি বেসরকারি হাসপাতালে সেখানেও মেলিনি চিকিৎসা। চোখের সামনে গাড়ির মধ্যে যন্ত্রনায় কাতরাতে কাতরাতে সোমবার বিকেলে মারা যায় নির্মল বাবু এমনি অভিযোগ মৃতের পরিবারের।
No comments